তপন বন্দ্যোপাধ্যায়ের জন্ম ৭ জুন ১৯৪৭, ২২ জ্যৈষ্ঠ ১৩৫৫ অধুনা বাংলাদেশের সাতক্ষীরার কলারােয়া থানায় চাঁদা গ্রামে। লেখাপড়া— বাদুড়িয়া এল এম এস হাইস্কুল, আশুতোষ কলেজ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিশুদ্ধ গণিতে এমএসসি (১ম শ্রেণি)। প্রথম কবিতার বই ‘ভাবনায় সাম্প্রতিক শব্দগুলি’, প্রকাশ ১৯৭১-এ। এ পর্যন্ত প্রায় ১৩০টি গ্রন্থ প্রকাশিত। ২০০২-এ রাজ্য সরকারের বঙ্কিম পুরস্কার লাভ। শেখর দাসের পরিচালনায় চলচ্চিত্রায়িত হয় ‘মহুলবনীর সেরেঞ্চা’ (২০০৪) ও পরের বছর শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবে ‘বিএফজেএ' এবং ২০১৮-এ টাঙ্গাইলে অরণি সাহিত্য পুরস্কার লাভ। এছাড়াও ১৯৯৩-এ ‘সাহিত্যসেতু’, ১৯৯৫-এ সোপান, ১৯৯৭-এ অমৃতলোক, ২০০৩-এ মঞ্জুশ দাশগুপ্ত স্মৃতি ও পাঞ্চজন্য পুরস্কার, ২০০৫-এ প্রতিমা মিত্র, কৃত্তিবাস সাহিত্য, নিত্যানন্দ স্মৃতি ও শৈলজানন্দ স্মৃতি পুরস্কার, ২০০৯-এ রূপসী বাংলা পুরস্কার, কুচবিহারের ত্রিবৃত্ত ও চোখ সাহিত্য পুরস্কার, ২০১০-এ শিলচরের দ্বিরালাপ স্মারক, ২০১১-এ তারাশঙ্কর পুরস্কার পেয়েছেন। কবিতার জন্য পেয়েছেন ২০০১-এ সাংস্কৃতিক খবর সম্মান, ২০০৫-এ ভারতচন্দ্র রায়গুণাকর পুরস্কার। ছোটোগল্পের জন্য ২০১২-এ মহাদিগন্ত এবং ২০১১-এ ছোটোদের লেখার জন্য দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার পেয়েছেন।
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.