উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (১২ মে, ১৮৬৩—২০ ডিসেম্বর ১৯১৫) ছিলেন বাংলা মুদ্রণশিল্পের অগ্রগণ্য পথিকৃৎ। লেখালেখির জগৎ যেমন ছিল তাঁর, তেমনই ছিল চিত্রাঙ্কনের পৃথিবীও। শিশুদের জন্য রামায়ণ-মহাভারতের মত কাহিনিকে বিন্যস্ত করেছেন বাংলা ভাষায়, চালু করেছেন ছোটদের পত্রিকা সন্দেশ, যা পরবর্তী কালে তাঁর পুত্র সুকুমার রায় ও পরে পৌত্র সত্যজিৎ রায়ের হাত ধরে প্রকাশিত হতে থেকেছে। উপেন্দ্রকিশোর রচিত চরিত্র গুপী গাইন বাঘা বায়েন বাংলা সাহিত্যে অমর। সে অমরত্বের ভাগ নিয়েছেন তাঁর পৌত্র সত্যজিৎ, চলচ্চিত্রায়নের মাধ্যমে। মুদ্রণ নিয়ে উপেন্দ্রকিশোর ছিলেন নিখুঁততাবাদী। সে কারণেই বিদেশ থেকে ছাপাখানার যন্ত্রাংশ কিনে এনে কলকাতায় প্রতিষ্ঠা করেন এক ছাপাখানা, যার নাম ইউ রায় অ্যান্ড সন্স। মাত্র ৫২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.