অনিরুদ্ধ সুব্রত
অনিরুদ্ধ সুব্রত, জন্ম- ১৯৭৪ , উত্তর ২৪ পরগনার বনগাঁয়। সাহিত্য তার মুখ্য চর্চার বিষয়। ছাত্র জীবন থেকে কবিতা চর্চা শুরু। প্রথম কবিতার বই- ‘রোদ ও বোধের দ্বীপে’ ২০০৪ এ প্রকাশিত। এর পর ২০০৬ এ ‘আগুনের দিন গুলো নেই’, ২০০৮–‘নিভৃত আগুনের পদাবলী’, ২০১৩ এ ‘তুতেনখামেন তুমি’, ২০১৬–‘এক গলিত যুদ্ধ স্রোত’, ২০২১ এ ‘যাপন বিক্রির টেবিল’ এবং ‘কালো ছত্রাক’, ২০২৩ এ প্রকাশিত হয়েছে তিনটি কবিতার বই–‘নির্বাচিত শূন্য’, ‘লালমাটি প্যাসেঞ্জার’ ও ‘যে আঙুল ছুঁয়েছিল তোমায়’। মোট দশটি কাব্যগ্রন্থ এখনও পর্যন্ত প্রকাশিত হয়েছে।
বর্তমানে তিনি ‘উত্তর পক্ষ’ সাহিত্য পত্রিকার সম্পাদনা করছেন। এছাড়া আনন্দ বাজার, এইসময়, এবেলা, যুগশঙ্খ, একদিন প্রভৃতি সংবাদ পত্রে লিখেছেন একাধিক প্রবন্ধ, ফিচার ও ছোটোগল্প। বাণিজ্যিক ও অবাণিজ্যিক বিভিন্ন পত্র পত্রিকায় তার কবিতা প্রকাশিত হয়েছে এবং হচ্ছে নিয়মিত ভাবে। সাম্প্রতিক সময়ে উপন্যাস লিখেছেন কয়েকটি, যার মধ্যে ‘দ্বিতীয় পৃথিবী’ অন্যতম। পেশায় শিক্ষক, নেশা সাহিত্য। লেখার পাশাপাশি আবৃত্তি এবং সখের ফোটোগ্রাফি ও নাট্যচর্চা। লিখেছেন প্রায় দশটি নাটক, যার অধিকাংশই মঞ্চে অভিনীত হয়েছে তার পরিচালনায়।