বৈদ্যনাথ ভট্টাচার্য
মহিষাসুরমর্দিনী বেতার অনুষ্ঠানের রচয়িতা বাণীকুমার প্রকৃত নাম বৈদ্যনাথ ভট্টাচার্য (২৩ নভেম্বর, ১৯০৭ - ১৫ আগস্ট, ১৯৭৮) ১৯৩০-থেকে সুদীর্ঘকাল অল ইন্ডিয়া রেডিও কলকাতা বেতারকেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯২৭ সালে টাঁকশালের চাকরি ছেড়ে রাইটার স্টাফ হিসেবে বানীকুমার তাঁর বেতার জীবন শুরু করেন। মহিষাসুরমর্দিনী বেতার অনুষ্ঠানের রচয়িতা হিসেবে তিনি সর্বাধিক পরিচিত। একাধিক নাটক এবং সিনেমার জন্য গান লিখেছেন বানীকুমার। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য– ‘সন্তান’, ‘সপ্তর্ষি’, ‘গীতবল্লকী’, ‘কথা-কথালি’, ‘মহিষাসুরমর্দিনী’, ‘রায়বাঘিনী’, ‘হাওড়া হুগলীর ইতিহাস’, ‘স্বরলিপিকা’।