দেবাশিস মুখোপাধ্যায়
জন্ম-১৯৬৬। ছোটবেলা কেটেছে মূলত হুগলি জেলার আরামবাগ শহরে। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। ভবন’স কলেজ অফ কমিউনিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে সাংবাদিকতায় পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমার অধিকারী।
কর্মজীবনের শুরু ফ্রিল্যান্স সাংবাদিকতা দিয়ে কিন্তু পরে শিক্ষকতায় থিতু হন। প্রথম প্রকাশিত গল্প-‘জীবনমশাই’, ১৯৯৫ সালে যুগান্তর সংবাদপত্রে। তাছাড়া তথ্যকেন্দ্র, সংবাদ প্রতিদিন, সুখী গৃহকোণ, কিশোর ভারতী, সানন্দা, উনিশ কুড়ি, বিনোদন বিচিত্রার মতো বাণিজ্যিক পত্রিকার পাশাপাশি যুবমানস, বাংলার মুখ, অর্যমা, আরাত্রিক, শারদপত্র, নির্মুখোশ, আরশিনগর, সৃষ্টির একুশ শতক, তমোহন ইত্যাদি পত্রপত্রিকায় গল্প লিখেছেন। ইতোমধ্যেই এই লেখকের একশোর কাছাকাছি গল্প, তিনটি নভেলেট ও পঁচিশটির মতো প্রবন্ধ প্রকাশিত।