ড. অসীম কুমার মান্না
ড. অসীম কুমার মান্না পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত আড়গোড়া গ্রামের এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। বাবা ৺নিরঞ্জন মান্না ও মা ৺নিহারিকা মান্নার তিনি জ্যেষ্ঠ সন্তান। কর্মসূত্রে তিনি এখন দক্ষিণ কলকাতার গড়িয়া নিবাসী। ড. মান্না বর্তমানে গড়িয়া দীনবন্ধু এন্ড্রুজ কলেজে বাণিজ্য বিভাগে কর্মরত একজন অধ্যাপক। তিনি একাধিক বইয়ের গ্রন্থকার এবং নিয়মিত বাণিজ্যের বিষয় সংক্রান্ত বই পর্যালোচনা করে থাকেন। বিভিন্ন সাহিত্য পত্রিকায় ড. মান্নার কবিতা, ছোট গল্প এবং গান প্রকাশিত হয়েছে। অনলাইন প্রতিযোগিতায় অধ্যাপক মান্নার কবিতা ও গল্প শ্রেষ্ঠত্বের শিরোপা লাভ করেছে। ৯ই আগস্ট, ২০১৯ সালে Captain TMT Bar এর উদ্যোগে যে প্রতিযোগিতার আয়োজন করা হয় সেখানে ড. মান্না প্রথম দশজন গীতিকার এর মধ্যে একজন হওয়ার স্বীকৃতি লাভ করেন। নিজের কর্মজীবনে ব্যস্ততার ফাঁকে সময় পেলেই তিনি কবিতা, গল্প বা গান লিখতে বসে যান।