অপর পত্রিকার সম্পাদক হিসেবে মাঝে কারও নাম না-রাখার কথা স্থির হয়েছিল। প্রথম সংখ্যায় ছাপা হয়েছিল সাম্মানিক সম্পাদকের নাম। সোমনাথ মুখার্জ্জী। নাম ছাপা হোক বা না-হোক, অপর পত্রিকা ছিল সোমনাথেরই, সব সময়েই। এবং অন্যদের। অনেকেই অপর বটে, কিন্তু একা অশ্বত্থ যদি কাউকে ধরতে হয়, ইতিহাসে, তাহলে, সোমনাথই।