গৌরাঙ্গ দাস
জীবনযুদ্ধ শুরু হয়েছিল অল্পবয়সেই। দারিদ্র্য প্রথাগত শিক্ষায় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল। নবম শ্রেণি উত্তীর্ণ হয়ে স্কুলপাঠে ইতি টেনে শুরু করেছিলেন জন মজুরের কাজ। সৌভাগ্যের সন্ধানে পাড়ি দিয়েছিলেন সুদূর মুম্বাই। সেখানে শুরু করেছিলেন মাল খালাসের কাজ। তবু এই কঠিন যুদ্ধের মাঝেই জেগে ওঠে তাঁর অদম্য কবিসত্তা। পুরোদমে শুরু হয় তাঁর কাব্যচর্চা। জীবনযুদ্ধ ও তাঁর প্রকাশকে একসূত্রে গাঁথলেন তিনি। তেইশ বছর বয়সে সম্পাদনা শুরু করলেন সাহিত্য পত্রিকা ‘ক্র্যাকার’। তারপর থেকে এই তিন দশক পার করে তিনি আজ একজন প্রতিষ্টিত ব্যবসায়ী। একজন মরমী কবি। প্রকাশিত হয়েছে তাঁর ৬টি কাব্যগ্রন্থ। ‘আপাতত মল্লিকা নেই’ লেখকের প্রথম অণুগল্প গ্রন্থ।