প্রকাশিত হল গৌরাঙ্গ দাসের’র লেখা অণুগল্প ‘ওরা’।
—অত সহজ নয়।
—জানি।
—চলো প্রাকটিস করি।
—চলো...
এ ঘটনার পর ওদের আর দেখা যায়নি। অথচ কতগুলো যুদ্ধ চলে গেল। খরা বন্যা দুর্ভিক্ষ মহামারী সাম্প্রদায়িক দাঙ্গা। তবুও না। তবে কয়েক দশক আগে গোলগাল দাড়ি মুখের একটা মানুষ বলেছিলেন— ওদের দেখা গেছে উত্তরের জনপদে। ওরা বরফ ছাপাই এর কাজ করছে। তার পর কত দশক হারিয়ে গেল, ওদের তবু দেখা গেল না।
আজ আমি বাজারের ভেতরে দিয়ে হাঁটছিলাম। পেছন থেকে মনে হল ওরা। স্লোগান দিচ্ছে —চাই না চাই না...
হঠাৎ একটা বোমা পড়ল। ধোঁয়ায় আগুনে ছেয়ে গেল বাজারটা। একটু পরে একটা মিছিল চলে গেল। ওরা নতুন দ্বীপের গল্প থাকা একটা লিফলেট বিলি করছিল। উত্তাল সমুদ্রের মাঝে সে দ্বীপ।
অনেক রাত, আমি বাড়ি ফিরছি। রাস্তার দু-পাশ থেকে ফিসফিস করে কারা কীসব বলছে। আমি বুঝবার চেষ্টা করেও পারিনি। কেন না আমার মনে হয়েছে ওই স্বর দম বন্ধ হয়ে আশা মানুষের যন্ত্রনার। বাড়ি ফিরেছি। দেখি উঠোনে ছায়ার অরণ্য। আমি চিনতে পারছি না ওদের। ওরা কি যুদ্ধ, মহামারী! ওরা কি মণিপুর, আর জি কর! নাকি গণতন্ত্র!
কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’।
কেতাব-ই’র মুদ্রিত বই, ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।
এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।
মন্তব্য করুন