preloader
বাংলা বইয়ের e-ভুবন
Menu Categories Search Cart 0
Menu
Cart

Total 0 Items

☹ Your cart is empty

Sub Total:

$0

₹0

বিভাগ
ওরা
অণুগল্প

ওরা

প্রকাশিত হল গৌরাঙ্গ দাসের’র লেখা অণুগল্প ‘ওরা’।

—অত সহজ নয়।
—জানি।
—চলো প্রাকটিস করি।
—চলো...

এ ঘটনার পর ওদের আর দেখা যায়নি। অথচ কতগুলো যুদ্ধ চলে গেল। খরা বন্যা দুর্ভিক্ষ মহামারী সাম্প্রদায়িক দাঙ্গা। তবুও না। তবে কয়েক দশক আগে গোলগাল দাড়ি মুখের একটা মানুষ বলেছিলেন— ওদের দেখা গেছে উত্তরের জনপদে। ওরা বরফ ছাপাই এর কাজ করছে। তার পর কত দশক হারিয়ে গেল, ওদের তবু দেখা গেল না।

আজ আমি বাজারের ভেতরে দিয়ে হাঁটছিলাম। পেছন থেকে মনে হল ওরা। স্লোগান দিচ্ছে —চাই না চাই না...

হঠাৎ একটা বোমা পড়ল। ধোঁয়ায় আগুনে ছেয়ে গেল বাজারটা। একটু পরে একটা মিছিল চলে গেল। ওরা নতুন দ্বীপের গল্প থাকা একটা লিফলেট বিলি করছিল। উত্তাল সমুদ্রের মাঝে সে দ্বীপ।

অনেক রাত, আমি বাড়ি ফিরছি। রাস্তার দু-পাশ থেকে ফিসফিস করে কারা কীসব বলছে। আমি বুঝবার চেষ্টা করেও পারিনি। কেন না আমার মনে হয়েছে ওই স্বর দম বন্ধ হয়ে আশা মানুষের যন্ত্রনার। বাড়ি ফিরেছি। দেখি উঠোনে ছায়ার অরণ্য। আমি চিনতে পারছি না ওদের। ওরা কি যুদ্ধ, মহামারী! ওরা কি মণিপুর, আর জি কর! নাকি গণতন্ত্র!

কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’


কেতাব-ই’র মুদ্রিত বই, ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন


এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।

মন্তব্য করুন

লেখক

জীবনযুদ্ধ শুরু হয়েছিল অল্পবয়সেই। দারিদ্র্য প্রথাগত শিক্ষায় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল। নবম শ্রেণি উত্তীর্ণ হয়ে স্কুলপাঠে ইতি টেনে শুরু করেছিলেন জন মজুরের কাজ। সৌভাগ্যের সন্ধানে পাড়ি দিয়েছিলেন সুদূর মুম্বাই। সেখানে শুরু করেছিলেন মাল খালাসের কাজ। তবু এই কঠিন যুদ্ধের মাঝেই জেগে ওঠে তাঁর অদম্য কবিসত্তা। পুরোদমে শুরু হয় তাঁর কাব্যচর্চা। জীবনযুদ্ধ ও তাঁর প্রকাশকে একসূত্রে গাঁথলেন তিনি। তেইশ বছর বয়সে সম্পাদনা শুরু করলেন সাহিত্য পত্রিকা ‘ক্র্যাকার’। তারপর থেকে এই তিন দশক পার করে তিনি আজ একজন প্রতিষ্টিত ব্যবসায়ী। একজন মরমী কবি। প্রকাশিত হয়েছে তাঁর ৬টি কাব্যগ্রন্থ। ‘আপাতত মল্লিকা নেই’ লেখকের প্রথম অণুগল্প গ্রন্থ।

অন্যান্য লেখা

দেখতে পারেন