নন্দিতা মিশ্র চক্রবর্তী
জন্ম ১৯৭৫ সালের ৯ই আগস্ট, কলকাতায়। বেথুন কলেজ থেকে উদ্ভিদ বিদ্যায় স্নাতক এবং পরিবেশ বিজ্ঞানে প্রথম শ্রেনীতে স্নাতকোত্তর। বিশেষ ভালোবাসেন বনজঙ্গল এবং আয়ুর্বেদ সংক্রান্ত বইপত্র পড়তে। নরেন্দ্রপুর বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় এবং নরেন্দ্রপুর আয়ুর্বেদিক উদ্যান পরিচালিত ঘরোয়া আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতির ডিপ্লোমা কোর্সে অসাধারণ রেজাল্ট করে গ্রেড ‘ই’ লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেট এন্ট্রান্সে পালি বিভাগে প্রথমস্থান লাভ করে বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগে বুদ্ধ গবেষণায় নিযুক্ত।
ইতোমধ্যেই বিভিন্ন সাহিত্য প্রতিযোগিতায় পেয়েছেন বেশ কিছু সাহিত্য পুরস্কার। প্রথম লেখা গল্পের নাম ‘স্মার্ট ফোন’ প্রকাশিত হয় মার্চ ২০১৫ সালে, নিজস্ব মাসিক পত্রিকায়। দেশ পত্রিকায় প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় গল্প ‘শূন্য থেকে ফেরা’ গল্পটি মুম্বাইয়ের মারাঠি পত্রিকা ‘মেনকা’তে সুমতি যোশি কর্তৃক অনূদিত হয়েছে। বৌদ্ধধর্মাঙ্কুর সভা থেকে প্রকাশিত 'বুদ্ধ চেতনার গল্পগুচ্ছ' বইতে গুণীজনদের মাঝে তাঁর একটি ঐতিহাসিক গল্প স্থান পেয়েছে। প্রকাশিত অন্যান্য গ্রন্থ ‘তথাগত’, ‘ব্ল্যাকবক্স’, ‘কাকুলাস হারসুটাস’, ‘কপিলাবস্তু নগরে বুদ্ধ’, খনা ইত্যাদি।