রবীন্দ্র গুহ
রবীন্দ্র গুহ জন্মসূত্রে ওপার বাংলার মানুষ। তাঁর জন্ম হয়েছিল বরিশাল জেলার রামচন্দ্রপুর গ্রামে। ২৫ অক্টোবর ১৯৩৪। তাঁর বাবা ছিলেন শিক্ষক, সঙ্গীতশিল্পী ও দার্শনিক সতীশচন্দ্র গুহ। মা উত্তমাসুন্দরী।
পরবর্তী সময়ে তাঁরা চলে আসেন এপার বাংলায়। রবীন্দ্র গুহর পেশা এবং বহুমাত্রিক অভিজ্ঞতায় দূরন্ত বৈভিন্ন্য। পরবর্তী পর্যায়ে তিনি ইনডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট অধ্যয়ন করেন এবং পি এইচ ডি ডিগ্রি অর্জন করেন। কবি ও কথাসাহিত্যিক রবীন্দ্র গুহ ব্যতিক্রমী বাংলা সাহিত্যের এক অন্যতম উজ্জ্বল নক্ষত্র এবং সাহিত্যব্যক্তিত্ব। হাংরি আন্দোলন ও নিমসাহিত্য আন্দোলন থেকে স্বতন্ত্র লেখক সত্ত্বায় উদ্ভাসিত হয়ে রবীন্দ্র গুহ যে এখনও পর্যন্ত নিরলসভাবে তাঁর কলমকে সচল রেখেছেন, তার পশ্চাৎপটে আছে তাঁর সারা জীবনের বিপুল পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, বোধ, প্রচুর পড়াশোনা, সাহিত্যে নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষার অদম্য উৎসাহ এবং প্রয়াস।