প্রান্তিক মেহনতি মানুষ এবং প্রচলিত সমাজব্যবস্থায় বসবাসকারী নিম্ন মধ্যবিত্ত মানুষের প্রতিদিনের বেঁচে থাকার লড়াই ও সংগ্রামই এখনও পর্যন্ত লেখক রবীন্দ্র গুহকে নিরবচ্ছিন্নভাবে নিয়োজিত করে রেখেছে তাঁর সৃজনকর্মে। বাংলা সাহিত্যের ব্যতিক্রমী ধারা বা প্রবাহ, যার দিশা একরৈখিক নয়, বরং বহুরৈখিক বা বহুমাত্রিক এবং অদ্ভুত বর্ণময় ও বৈচিত্র্যময়, সেই স্বতন্ত্র ধারারই অন্যতম অত্যন্ত শক্তিমান, প্রতিভাবান, নিষ্ঠাবান কবি-গল্পকার-ঔপন্যাসিক-প্রাবন্ধিক রবীন্দ্র গুহ। অদূর ভবিষ্যতে বাংলা সাহিত্যের এই ব্যতিক্রমী ধারাই স্বীকৃতিলাভ করবে বাংলা সাহিত্যের মূল ধারারূপে। আর সেই পরিবর্তিত মূলধারার অগ্রদূত হিসেবে উচ্চারিত হবে যাঁদের নাম, তাঁদের মধ্যে থাকবেন কমলকুমার মজুমদার, অমিয়ভূষণ মজুমদার, সমীর রায়চৌধুরী, বিনয় মজুমদার, রবীন্দ্র গুহ এবং আরও অনেকের নাম।
বিস্তারিত প্রতিক্রিয়া