রাহুল দাশগুপ্ত
জন্ম ২৪ এপ্রিল, ১৯৭৭। ভালো নাম, অরিন্দম দাশগুপ্ত। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের স্কলারশিপ নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট। পড়িয়েছেন যাদবপুর ও পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ে। বাংলায় প্রথম শ্রেণিতে স্নাতক এবং স্নাতকোত্তর। তুলনামূলক সাহিত্যেও স্নাতকোত্তর। কর্মসূত্রে যুক্ত ছিলেন সাহিত্য অকাদেমির সঙ্গেও। কলকাতা লিটল ম্যাগাজিন ও গবেষণা কেন্দ্রের 'তরুণ প্রাবন্ধিক সম্মাননা'র প্রথম প্রাপক। ২০১৭সালে পেয়েছেন কৃত্তিবাস পুরস্কার। বাংলা উপন্যাসের প্রথম অভিধান 'উপন্যাসকোশ' গ্রন্থটির জন্য 'দীপক মজুমদার' সম্মাননা। ২০১৮ সালে পেয়েছেন 'কবিপত্র' সম্মান, 'মানস দাশগুপ্ত স্মৃতি সম্মাননা'। রবীন্দ্রনাথ ঠাকুরের দেড়শো বছর পূর্তি উপলক্ষে ঢাকায় ভারতীয় কবি হিসাবে প্রতিনিধিত্ব করেছেন। মণিপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন সাহিত্য অকাদেমির আমন্ত্রণে কবিতা অনুবাদের ওয়ার্কশপে। এক সময় সম্পাদনা করেছেন 'এবং সমুদ্র' পত্রিকা, এখন করেন 'চিন্তা' পত্রিকা। পোস্ট ডক্টরেট করছেন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের ইন্দোলজি বিভাগে। ভালোবাসেন বই পড়তে, সিনেমা দেখতে এবং মেয়ে উপাসনার সঙ্গে সময় কাটাতে।