বিবরণ
বাংলা উপন্যাস নিয়ে দীর্ঘদিন ধরে লেখা রচনাগুলি অবশেষে গ্রন্থাকারে, খণ্ডে খণ্ডে প্রকাশিত হচ্ছে। এই প্রথম খণ্ডে আলোচিত হয়েছেন প্যারীচাঁদ মিত্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ, অমরেন্দ্র ঘোষ, অদ্বৈত মল্লবর্মণ, ননী ভৌমিক, সৈয়দ ওয়ালীউল্লাহ, কমলকুমার মজুমদার, জ্যোতিরিন্দ্র নন্দী, লীলা মজুমদার, সুলেখা সান্যাল, বোধিসত্ত্ব মৈত্রেয় প্রমুখ দিকপাল বাঙালি ঔপন্যাসিক। যে কোনও ভাষারই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপন্যাস এবং প্রতিনিধিত্বমূলক ঔপন্যাসিকদের খুঁজে দেখা এবং আবিষ্কার করা জরুরি হয়ে পড়ে। সেই সঙ্গে প্রয়োজন অতি-আলোচিত অথচ অপ্রয়োজনীয় উপন্যাসগুলি নিয়ে বিভ্রান্তি-মোচন। বাংলা উপন্যাস নিয়ে মৌলিক, মননশীল বিশ্লেষণ ও মূল্যায়নই এই সংকলনের রচনাগুলির মুখ্য অভিপ্রায়। বহু গুরুত্বপূর্ণ বাংলা উপন্যাস হারিয়ে গেছে, তাদের ফিরে পড়া জরুরি হয়ে উঠেছে। বহু উপন্যাস আছে, যাদের গুরুত্বপূর্ণ করে তোলা হয়েছে নানা বিভ্রান্তি ছড়িয়ে। আবার বহু বাংলা উপন্যাস ও ঔপন্যাসিকের এখনও সঠিক মূল্যায়ন হয়নি। ফাঁপা, অন্তঃসারশূন্য, অগভীর সংলাপ, ঘটনা, অভিজ্ঞতা বা শব্দের সমষ্টিই উপন্যাস নয়। উপন্যাস আসলে একটা মিরাক্যল, একটা জটিল সংশ্লেষ, তাই তাতে সফল হওয়াও এত কঠিন। এরকম নানা অভাববোধের জায়গা থেকে এই সংকলনের নিবন্ধগুলি নিয়ে ভাবনাচিন্তার সুত্রপাত হয়েছে। বাংলা উপন্যাস-পাঠের ক্ষেত্রে এই সিরিজটি যদি মৌলিক কোনও দিশা দেখাতে পারে, তবেই এর সার্থকতা।
বিস্তারিত প্রতিক্রিয়া