এস আজাদ
জন্ম : ১৯৮৩। পেশা : মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক। নেশা : বই পড়া, বেড়ানো। কাটোয়া কলেজ পড়তে পড়তে সম্পাদনা করেছেন মাসিক দেয়াল পত্রিকা ‘প্রগত’। ছাপার অক্ষরে তিন বছর সম্পাদনা করেছেন ত্রৈমাসিক লিটিল ম্যাগাজিন ‘প্রগত’। বর্ধমান থেকে প্রকাশিত লিটিল ম্যাগাজিন ‘ফরিয়াদ’ পত্রিকার আত্মপ্রকাশ সংখ্যার সহ-সম্পাদক, বর্তমান উপদেষ্টামণ্ডলীর সদস্য। জীবনানন্দের কবিতা পড়ে কবিতার প্রতি প্রেম। কবিতা লেখার নেশায় পেয়েছিল সুদূর অতীতে ছাত্রাবস্থায়। পরে বুঝেছেন ‘সকলেই কবি নয় কেউ কেউ কবি’। মাঝখানে দীর্ঘ বিরতির পর আবার শুরু করেছেন সাহিত্যচর্চা। এখন মূলত ছোটোগল্প ও অনুগল্প লেখেন। দু-একটা কবিতাও লেখেন কখনো কখনো, প্রবন্ধ মাঝেমধ্যে। অজ গ্রামের দরিদ্র কৃষক পরিবারের সন্তান। বাবা একজন প্রান্তিক চাষি। পড়াশোনার পাশাপাশি করেছেন শ্রমসাধ্য কৃষিকাজ। জীবনকে দেখেছেন একেবারে ভিতর থেকে। মানুষের জীবনধারণের নিমিত্তে প্রবহমান সংগ্রাম তার লেখার উপজীব্য।