তমাল বন্দ্যোপাধ্যায়
তমাল বন্দ্যোপাধ্যায়। জন্ম: ৪.১০.১৯৮১, উত্তর ২৪ পরগনার চালকি বারাকপুর গ্রামে। ইংরেজি ভাষা সাহিত্যের সাম্মানিক স্নাতক ও স্নাতকোত্তর। কিছুদিন আগেও থাকতেন দত্তপাড়া, বনগ্রাম, উত্তর ২৪ পরগনায়। বর্তমানে অস্থায়ী ঠিকানা হৃদয়পুর। মূলত কবিতা ও কবিতা বিষয়ক গদ্য লেখা ছাড়াও মগ্ন থাকেন অনুবাদে। প্রকাশিত কবিতার বই এর সংখ্যা তিনটি, ‘সমস্ত সন্ধ্যার শেষে;’, ‘অদেখা বিষুবরেখা’ ও ‘যে জন রহস্য জানে’। পয়ারে অনুবাদ করেছেন শ্রীমদ্ভাগবত গীতা। ‘গীতা’ (২০১৯) প্রকাশিত হয়েছে কবিতা আশ্রম থেকে। অনুবাদ করেছেন পাওলো কোয়েলহোর দুটি উপন্যাস, ‘ভেরোনিকা মরে যেতে চেয়েছিল’ (একুশ শতক পত্রিকায় প্রকাশিত)ও ‘পেইদ্রা নদীর তীরে বসে সেদিন আমি কাঁদছিলাম’ (গ্রন্থাকারে প্রকাশিত, ২০২০)। এ ছাড়া বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে বহু অনুবাদ কবিতা ও হারুকি মুরাকামির একাধিক গল্পের অনুবাদ। ২০২৩ সালে মাথামোটার দপ্তর থেকে প্রকাশিত হয়েছে একটি উপন্যাস, ‘একাচেতৎ নদীনাং’।