ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন্দ্র করে একদল লেখক গোষ্ঠীর উদ্ভব হয়েছিল যাঁরা সংস্কৃত কলেজ গোষ্ঠী নামে পরিচিত ছিলেন। তারাশঙ্কর তর্করত্ন (১৮৩০- ১৫ নভেম্বর ১৮৫৮) ছিলেন এই গোষ্ঠীর একজন লেখক। তারাশঙ্কর কলকাতার সংস্কৃত কলেজের কৃতী ছাত্র ছিলেন। বহু বৃত্তি ও পুরস্কার লাভ করেন। ১৮৫১ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সুপারিশে সংস্কৃত কলেজে গ্রন্থগারিকের পদ পান। তারাশঙ্কর রচিত গ্রন্থসমূহ- ভারতবর্ষীয় স্ত্রীগণের বিদ্যাশিক্ষা, কাদম্বরী (বঙ্গানুবাদ), রাসেলাস (ইংরেজির অনুবাদ)। স্বল্পায়ু এই পণ্ডিত ৩০ বছর বয়সের আগেই মারা যান।
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.