সম্পাদক: জয়ন্তকুমার ঘোষ
প্রকাশক: জয়ন্তকুমার ঘোষ
বাংলা চলচ্চিত্রে একদিন যে অখ্যাত প্রতিভার পদসঞ্চার ঘটেছিল, সেই প্রতিভার ব্যাপ্তি পরবর্তীকালে এক কিংবদন্তীতে পরিণত হয়। জীবদ্দশাতেই কিংবদন্তী হওয়া খুব কম মানুষের জীবনে ঘটে। উত্তমকুমার এমনই এক বিরল নজির। যাঁর অভিনয়ের টানে আজকের জেট গতির যুবক-যুবতীরাও টিভির পর্দায় চোখ রাখতে বাধ্য হয়। প্রবীণেরা এক নস্টালজিয়ায় আচ্ছন্ন হয়ে পড়েন। অতি সাধারন আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মানসিকতায় বেড়ে ওঠা মানুষটি রূপোলি জগতে পা রেখে খুব একটা স্বস্তিতে ছিলেন না। আলোকিত বৃত্তের উজ্জ্বল পরিক্রমায় তাঁকে অনেক চড়াই উৎড়াই পেরোতে হয়েছে। অথচ পরবর্তীকালে তিনিই হয়ে উঠেছেন বাঙালির নয়নের মণি, বঙ্গ জীবনের হৃদস্পন্দন, বাংলা ছায়াছবির এক অনন্য নায়ক।
তিনি যতদিন ছিলেন বাংলার চলচ্চিত্রে ক্যানবন্দী হত বাঙালির জীবন, সেলুলয়েডের ফিতেয় ছাপা থাকত বাঙালির অহংকার। তিনি নেই তাই বাঙালির চলচ্চিত্র আর বাংলার প্রাণের কথা বলে না। অথচ একদিন তাঁরই মধ্যে আমরা খুঁজে পেয়েছিলাম বাঙালির প্রেম ও প্রতিবাদের উচ্চারন। তাঁর জীবন-যাপনের স্বতন্ত্র ছন্দে তিনি হয়ে উঠেছিলেন বাঙালির স্বপ্নের আর্দশ পুরুষ। তাঁর অভাবে আজ সেই স্বপ্ন ভেঙে চুরমার, বাঙালির রোমান্টিক সত্তার ঘটেছে বিনাশ, অন্তত রুপোলি পর্দায়। তবু তিনি আমাদের মধ্যে আছেন, থাকবেন চলমান জীবনে চিরদিন।
দারুণ
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.
বিস্তারিত প্রতিক্রিয়া