১৯৩৪ সালে ভূ-পর্যটক রামনাথ বিশ্বাস দ্বিতীয়বার বিশ্বযাত্রা
করেন। ‘আফগানিস্থান ভ্রমণ’ তাঁর দ্বিতীয়
বিশ্ব যাত্রার আফগানিস্তান ভ্রমণের অভিজ্ঞতার এক অনবদ্য
জার্নাল। আফগানিস্তানের বৈচিত্র্যময় প্রকৃতি, জাতিসত্তা, প্রথম
ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে আফগানিস্তানের
রাজনীতিতে ব্রিটিশ-রুশ প্রভাবের বিবরণ পাওয়া যায় এই ভ্রমণ
কাহিনিতে। এই পর্বে রমানাথ বিশ্বাস আফগানিস্তান, পারস্য, ইরাক, সিরিয়া, লেবানন, তুরস্ক, বুলগেরিয়া, যুগোস্লাভিয়া, হাঙ্গেরী, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, জার্মানি, হল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স হয়ে বৃটেন পৌঁছান। ইংল্যান্ড ও
স্কটল্যান্ডও তিনি সাইকেলে পরিভ্রমণ করেন। ১৯৩৬ সালে তিনি লন্ডন থেকে জাহাজে পোর্ট সৈয়দ
হয়ে মুম্বই প্রত্যাবর্তন করেন।
রামনাথ বিশ্বাসের আফগানিস্থান ভ্রমণের অভিজ্ঞতা
‘আফগানিস্থান ভ্রমণ’ নামে পুস্তকাকারে
১৯৪২ সালে প্রকাশিত হয়।
পাঠ-প্রতিক্রিয়া (
1)
আলোচনা
ভাল লাগার অনুভব চিহ্নে বা ভাষায় ব্যক্ত করুন
দারুণ
বিস্তারিত প্রতিক্রিয়া
S
by
Sridam Kumar
25 October, 2023
বেশ উপাদেয় তথ্য সমৃদ্ধ রচনা | ভ্রমনপিপাসুর পক্ষে একখানি আকরগ্রন্থ ৷
বিস্তারিত প্রতিক্রিয়া