রামনাথ বিশ্বাস
‘রামনাথ বিশ্বাস’ (১৩ জানুয়ারি ১৮৯৪- ১ নভেম্বর ১৯৫৫) এক অবিশ্বাস্য নাম। একটি সাইকেল আর অদম্য সাহসকে সঙ্গী করে বেঁটেখাটো এই ভূ-পর্যটক মানুষটি তাঁর তিনবারের বিশ্বযাত্রায় মোট ৮৭ হাজার মাইল (সাইকেলে ৫৩ হাজার, পায়ে হেঁটে ৭ হাজার, ট্রেনে ২ হাজার এবং জাহাজে ২৫ হাজার) অতিক্রম করেছিলেন।
রামনাথ অসমের সিলেট জেলার বানিয়াচং (বর্তমানে বাংলাদেশ) গ্রামের বাসিন্দা। বাবা বিরাজনাথ বিশ্বাসের মৃত্যুর পর পড়াশুনায় ইতি দিয়ে মোটর কারখানার কাজে যোগ দেন। গোপনে বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতিতে যুক্ত হওয়ায় চাকরি থেকে বহিষ্কৃত হন। ইতোমধ্যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, বাঙালি পল্টনে নাম লিখিয়ে মেসোপটেমিয়ায় যান। এরপর অসুস্থ হয়ে বাড়ি ফেরা এবং পুনারায় সেনাবাহিনীতে যোগ দিয়ে সিঙ্গাপুরে এলেন। এই সময় রামনাথের সামনে এক নতুন দিগন্ত খুলে গেল, ১৯৩১ এর ৭ জুলাই সাইকেলের প্যাডেল ঘুরিয়ে সিঙ্গাপুরের কুইন স্ট্রিট থেকে রওনা দিলেন বিশ্ব ভ্রমণে। ১৯৩৪ থেকে ৩৬ দ্বিতীয় বার এবং ১৯৩৬ থেকে ৪০ পর্যন্ত তৃতীয়বার বিশ্ব ভ্রমণ করে দেশে ফিরে আসেন রামনাথ।