ভূপর্যটক রামনাথ বিশ্বাস তৃতীয়বার বিশ্বযাত্রা করেন ১৯৩৮ সালে।
সেবার তিনি আফ্রিকা মহাদেশে পাড়ি দেন। মুম্বই থেকে তিনি জাহাজে মোম্বাসায় পৌঁছে
সেখান থেকে সাইকেল যাত্রা শুরু করেন। কেনিয়া, উগান্ডা,
নায়াসাল্যান্ড, রোডেসিয়া হয়ে দক্ষিণ
আফ্রিকায় পৌঁছান। এখান থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান। তিনি ১৯৪০ সালে দেশে ফিরে আসেন। এই পর্বের ভ্রমণ বৃত্তান্ত
‘আজকের আমেরিকা’ বইতে বর্ণিত হয়েছে। আজকের আমেরিকা
১৯৪৫ সালে পুস্তকাকারে প্রকাশিত হয়।
বিস্তারিত প্রতিক্রিয়া