লেখক: মহেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
প্রকাশক: কেতাব-ই
উনিশ শতকের বাংলা সাহিত্যের ইতিহাস নির্মাণের পরম্পরা এবং বিবর্তনের সন্ধিক্ষণে মহেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ‘বঙ্গভাষার ইতিহাস’ এক মাইলস্টোন। ১৮৭০ সালে প্রকাশিত ‘বঙ্গভাষার ইতিহাস’-এর হাত ধরে বাংলা সাহিত্যের ইতিহাস চর্চা শৈশব থেকে যৌবনে পদার্পণ করে। তবে দুর্ভাগ্যের বিষয় এযাবৎকাল পর্যন্ত এই গ্রন্থ প্রচারের পাদ প্রদীপের আলো থেকে বহুদূরে অবস্থিত। রামগতি ন্যায়রত্ন, রাজনারায়ণ বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনেশচন্দ্র সেন যে প্রক্রিয়ায় বাংলা সাহিত্যের ইতিহাস চর্চা করেছিলেন তার সূত্রধর মহেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এই গ্রন্থের ভূমিকায় মহেন্দ্রনাথ চট্টোপাধ্যায় লিখেছিলেন ‘প্রায় এক বৎসর অতীত হইল, বঙ্গভাষার ইতিহাস নামক একটি প্রবন্ধ জ্ঞানদীপিকা সভায় বাৎসরিক অধিবেশন সময়ে মৎকর্তৃক পঠিত হইয়াছিল… বহু অনুসন্ধান দ্বারা এই ক্ষুদ্র পুস্তকে বঙ্গভাষার ইতিহাস ঘটিত কয়েকটি কথা লিখিত হইল...। এই পুস্তক রচনা সময়ে নিম্নলিখিত ইংরেজী ও বাঙ্গালা পুস্তক ও পত্রের সাহায্য প্রাপ্ত হইয়াছি: Calcutta Review, western Review, কবিচরিত, বিবিধার্থ সংগ্রহ।’
বাংলা সাহিত্যের ইতিহাস নির্মাণে বঙ্গভাষার ইতিহাস গ্রন্থটি সম্পূর্ণ স্বতন্ত্র। মহেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছিলেন প্রথম ব্যক্তি যিনি একশো পৃষ্ঠায় সম্পূর্ণ বাংলা সাহিত্যের ইতিহাস লেখেন। এই সাহিত্যের ইতিহাসের গ্রন্থটি যেমন তথ্যসমৃদ্ধ ও কাল পরম্পরায় আলোচিত, ঠিক তেমনই নির্দিষ্ট পরিচ্ছেদে বিভক্ত। চারটি পরিচ্ছেদ এবং পরিশিষ্টর মধ্যে দিয়ে বাংলা ভাষার উদ্ভবকাল থেকে শুরু করে উনিশ শতকের সমকালীন বাংলা সাহিত্যিকদের অবদান আলোচিত হয়েছে এই গ্রন্থে।
দারুণ
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.
বিস্তারিত প্রতিক্রিয়া