কোম্পানির শাসন তখন শুরু হয়েছে সদ্যই বলা চলে। ১৭৭০ সালে ঘটল ভয়াবহ দুর্ভিক্ষ। ১৮৮২ সালে, উনবিংশ শতাব্দীর শেষভাগে বঙ্কিমচন্দ্র লিখলেন এক উপন্যাস, ১১২ বছর আগের ঘটনা নিয়ে। আনন্দমঠ। বাংলা ভাষার ইতিহাসে যা অন্যতম উল্লেখযোগ্য একটি ঘটনা। আনন্দমঠ নিয়ে তর্ক-বিতর্ক বিস্তর। এবং তা বারংবার সমকালীনও হয়ে ওঠে, উঠেছে। যেমনটা ঘটেছে, ঘটতে থাকছে এ উপন্যাসেরই বন্দে মাতরম্ সংগীত নিয়েও।
বিস্তারিত প্রতিক্রিয়া