‘বেওয়ারিশ লাস’ দারোগা দপ্তরে প্রকাশিত হয়েছিল, বাংলা ১৩০৫ সনের বৈশাখ মাসের ৭৩তম
সংখ্যায়। গঙ্গার ধারে রাত দুটো নাগাদ চাপরাশি এক বেওয়ারিশ বাক্স পায়, যেটি
সে জোড়া বাগান থানায় এনে জমা দেয়। বাক্সের মধ্যে পাওয়া যায় চটে জড়ানো লাশ।
এরপরই দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায় তদন্ত শুরু করেন।
বিস্তারিত প্রতিক্রিয়া