What you are looking for?
প্রিয়নাথ মুখোপাধ্যায়ের জন্ম ১৮৫৫ সালে। প্রায় তেত্রিশ বছর পুলিসের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। এই দীর্ঘ কর্মজীবনে বহু মোকদ্দমা অভিজ্ঞতা তিনি লিপিবদ্ধ করেছিলেন। ‘আদরিণী’ (১৮৮৭), ‘ডিটেকটিভ পুলিস’-১ম খন্ড (১৮৮৭), ‘বনমালী দাসের হত্যা’ (১৮৯১) প্রভৃতি নানা গ্রন্থের রচনা করলেও ‘দারোগার দপ্তর’ (১৮৯৩) তাঁকে খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছিল। দারোগার দপ্তর সিরিজ আকারে ধারাবাহিক সংখ্যায় ভিন্ন ভিন্ন নামে প্রকাশিত হত। প্রসঙ্গত উল্লেখ্য কোনান ডয়েলের প্রথম ‘শার্লক’ কাহিনি ‘এ স্টাডি ইন স্কারলেট’ প্রকাশিত হয় ১৮৮৭ সালে এবং সে-বছরেই প্রিয়নাথের ‘ডিটেকটিভ পুলিশ’ প্রকাশ পায় এবং অসাধারণ জনপ্রিয়তা লাভ করে। ১৮৮৮ সালের ২৫শে জানুয়ারির Indian Mirror-এ প্রিয়নাথের ‘ডিটেকটিভ পুলিশ’ পুস্তিকার প্রশংসাসূচক প্রতিবেদন প্রকাশ পায়।
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.