ভারতশিল্পে মূর্তি নামক বইটি একটি প্রবন্ধেরই সংকলন। সে
প্রবন্ধ প্রথম প্রকাশিত হয়েছিল ‘মূর্তি’ নামে, প্রবাসী পত্রিকায়,
১৩২০ বঙ্গাব্দে। পরে তা অনূদিত হয় ইংরেজিতে। ১৯৪৭ সনে মূল বাংলা
প্রবন্ধটি পুস্তক হিসেবে প্রকাশিত হয়। এ বইয়ের বিষয়-আশয় নামেই পরিস্ফূট।
মূর্তিশিল্পের ভারতীয়তা নিয়ে অবনীন্দ্রনাথ তাঁর অতুল ভাষায় নানা দিক থেকে ব্যাখ্যা
দিয়েছেন। সকল শিল্পানুরাগীর অবশ্যপাঠ্য এই বইটি অবনীন্দ্রনাথের শিল্পচিন্তার
ব্যাপ্তির আভাস দেয়।
বিস্তারিত প্রতিক্রিয়া