আদর্শ হিন্দু হোটেল
পিনাকী ঠাকুর
................................
[রানাঘাট স্টেশনের বিপরীতে। বর্তমানে দোতলায়]
সেই যখন আমরা এক প্লেট মাংস নেব কি না, ভাত ক'চামচ, চাটনি
হয়নি কেন আজ, এসব বলছিলাম, তখন একজন ধুতিশার্টপরা লোক,
ফুটপাথ থেকে চুল ছাঁটানো উজ্জ্বল চোখের একজন মানুষ,
অন্নপ্রসাদের উৎসব লাগিয়ে দেওয়া জঙ্গলমহলের এক দেবতা,
বনগ্রামের ট্রেন ধরবার আগে বৃষ্টির মধ্যে ছাতা মাথায়
আমাদের খিদের মধ্যে, তোমাদের তৃপ্তির মধ্যে,
দীপঙ্করের তুলতে না-পারা ছবির মধ্যে
শিশুর হাসি হাসছিলেন।
একশো বছর পরপর তাঁকে আমাদের মনে পড়বে।
আজকের প্রথম প্রশ্ন: এই লোক বা মানুষ বা দেবতাটি কে?
দারুণ
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.
বিস্তারিত প্রতিক্রিয়া