‘বন্যা’ উপন্যাসটি সোমেন চন্দ লিখেছিলেন বাংলা ১৩৪৬-৪৭ সনের মাঝামাঝি। ‘বালিগঞ্জ’ নামের একটি পত্রিকায় ধারবাহিক ভাবে উপন্যাসটি প্রকাশিত হয়েছিল। ১৯৭৫ সালে উপন্যাসটি পুস্তকাকারে প্রকাশ পায়। আইন অমান্য আন্দোলনের ব্যর্থতাজনিত সামাজিক পরিবেশ, রাজনৈতিক আন্দোলনের সম্পর্কে তৎকালীন সমাজব্যবস্থায় সৃষ্ট হতাশার পরিবেশের সম্ভাব্য বিকল্পের ইশারা মেলে 'বন্যা' উপন্যাসে। শ্রেণি সংগ্রামই যে একমাত্র পথ, সে কথা সোমেন চন্দ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন 'বন্যা'তে।
বিস্তারিত প্রতিক্রিয়া