সোমেন চন্দ
২২ বছর বয়সে পা দেবার আগেই খুন হয়েছিলেন সোমেন চন্দ। ১৯৪২ সালের ৮ মার্চ রেল শ্রমিকদের সমর্থনে মিছিলের সময়ে তাঁকে দুষ্কৃতীরা আক্রমণ করে ও কুপিয়ে খুন করে। স্বল্পমেয়াদি জীবনে তিনি মার্কসবাদী রাজনীতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়েছিলেন, একই সঙ্গে করে গিয়েছেন সাহিত্য চর্চা। ১৭ বছর বয়সে তিনি প্রথম উপন্যাস লেখেন। সোমেন চন্দের লেখা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।