সেলমা লাগেরলফ নামে সুইডেনের এক লেখিকা ‘দ্য
ওয়ান্ডারফুল অ্যাডভেঞ্চারস অব নিলস’ নামে একটি বই লেখেন। গল্পের নায়ক ছোট্ট নিলস। হাঁসের পিঠে চেপে ঘুরে বেড়ায়। বইটি জনপ্রিয়তা পেতেই সুইডেনে
বড়োদিনের উৎসবের সময় নিলস ও তার হাঁস খড়ের পুতুল বিক্রি হতে লাগল দোকানে দোকানে। আঁদ্রে কার্পেলে নামে অবনীন্দ্রনাথের এক ফরাসি বান্ধবী
ছিলেন। অবনীন্দ্রনাথকে তিনিই পাঠালেন নিলস ও হাঁসের খড়ের পুতুল। সেই পুতুল দেখেই
সুন্দর একটা প্রচ্ছদ আঁকলেন অবনীন্দ্রনাথ। লিখে ফেললেন ‘বুড়ো আংলা’। প্রথম
প্রকাশিত হল মৌচাক পত্রিকায়, আর বই আকারে ১৯৪১ সালে। মূলত
শিশুদের রচনা, কিন্তু রচনাশৈলী এবং ভাষার ব্যবহারের গুণে যে-কোনো বয়সের জন্য
পাঠযোগ্য। অবনীন্দ্রনাথের লেখার ম্যাজিক সম্ভবত
এটাই।
বিস্তারিত প্রতিক্রিয়া