শরৎচন্দ্রের ‘চন্দ্রনাথ’ উপন্যাসটি ১৯১৬ সালে প্রকাশিত হয়েছিল। অপেক্ষাকৃত দীর্ঘ উপন্যাস। সামজিক কলঙ্কের ভয়ে চন্দ্রনাথ বিবাহিতা স্ত্রী সরযূকে ত্যাগ করে, পরে ভুল বুঝতে পেরে কাকা মণিশঙ্করের অনুরোধে চন্দ্রনাথ আবার তাকে গ্রহণ করে। এটাই কাহিনির সারাংশ। চন্দ্রনাথ ও সরযূর প্রেমে সামজিক কলঙ্কের একটা প্রেক্ষিত আছে, কিন্তু বিদ্রোহের কোন সুর নেই।
বিস্তারিত প্রতিক্রিয়া