ধূসর পাণ্ডুলিপির প্রথম
সংস্করণ, অনিল কৃষ্ণ ভট্টাচার্য কর্তৃক
চিত্রিত এবং ডি. এম. লাইব্রেরি থেকে প্রকাশিত। জীবনানন্দ এই বইটি কবি বুদ্ধদেব
বসুকে উৎসর্গ করেন।
ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ভূমিকায় জীবনানন্দ
লিখেছিলেন:
আমার প্রথম কবিতার বই প্রকাশিত হয়েছিল—১৩৩৪ সালে
(১৯২৭ খ্রিস্টাব্দ)। কিন্তু সে বইখানা অনেকদিন আমার নিজের চোখের আড়ালে হারিয়ে
গেছে। আমার মনে হয় সে তার প্রাপ্য মূল্যই পেয়েছে।
১৩৩৬ সালে আর একখানা বই বার করবার আকাঙ্ক্ষা
হয়েছিল। কিন্তু নিজ মনে কবিতা লিখে এবং কয়েকটি মাসিক পত্রিকায় প্রকাশিত ক’রে সে ইচ্ছাকে আমি শিশুর মত ঘুম পাড়িয়ে
রেখেছিলাম। শিশুকে অসময়ে এবং বারবার ঘুম পাড়িয়ে রাখতে জননীর যেরকম কষ্ট হয়,
সেইরকম কেমন একটা উদ্বেগ—খুব স্পষ্টও নয়, খুব
নিরুত্তেজও নয়—এই ক’বছর ধরে বোধ করে এসেছি আমি
।
আজ ন’বছর পরে আমার দ্বিতীয় কবিতার বই বার হ’ল। এর নাম “ধূসর পাণ্ডুলিপি”। এই বইয়ের সব কবিতাই ১৩৩২ থেকে
১৩৩৬ সালের মধ্যে রচিত হয়েছে। ১৩৩২ সালে লেখা কবিতা, ১৩৩৬
সালে লেখা কবিতা—প্রায় এগারো বছর আগের প্রায় সাত বছর আগের রচনা সব আজ ১৩৪৩ সালে
(১৯৩৬ খ্রিস্টাব্দ) এই বইয়ের ভিতর ধরা দিল। আজ যে-সব মাসিক পত্রিকা আর নেই—প্রগতি,
ধূপছায়া, কল্লোল—এই বইয়ের প্রায় সমস্ত
কবিতাই সেইসব মাসিকে প্রকাশিত হয়েছিল একদিন
।
সেই সময়কার অনেক অপ্রকাশিত কবিতাও আমার কাছে
রয়েছে—যদিও ধূসর পাণ্ডুলিপির অনেক কবিতার চেয়েও তাদের দাবি একটুও কম নয়—তবুও
সম্প্রতি আমার কাছে তারা ধূসরতর হয়ে বেঁচে রইল।
দারুণ
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.
বিস্তারিত প্রতিক্রিয়া