রবীন্দ্রনাথ ছোটদের জন্য যা লিখেছেন সেখানে শিশু মনস্তত্ত্বকে
আচ্ছন্ন করেছে দার্শনিক রবীন্দ্রমনন। যা ছোটদের তুলনায় অনেক বেশি বড়দের মনোজগতের বিষয়।
এমন বিতর্ক থাকলেও যাঁরা ছোটদের মনের খবর রাখেন তাঁরা উপলব্ধি করবেন ছেলে ভোলানো গল্প
আর জলদগম্ভীর উপদেশ ছাড়াই রবীন্দ্রনাথ ছোটদের মন বুঝে তাঁর শিশুসাহিত্যে সহমর্মী অনুভব
আর শিশুসুলভ বিস্ময় নিয়ে আপন মাধুরীতে কল্পনার রঙে রাঙিয়েছেন।
‘যা-কিছু সৃষ্টি
ছাড়া, উদ্ভট, বেয়াড়া, মাত্রতিরিক্ত, তারাই দলে-দলে ভিড় করে এল এখানে।’ ‘গল্পসল্প’র
গল্পে এই সৃষ্টিছাড়া জগতের গল্প শুনিয়েছেন দৌহিত্রী কুসুমীকে।
গল্পসল্প পুস্তকাকারে প্রথম প্রকাশ পায় বৈশাখ ১৩৪৮ বঙ্গাব্দে।
বিস্তারিত প্রতিক্রিয়া