এক ভয়ানক দুর্যোগের কালো মেঘে ঘনিয়ে এসেছে ইংল্যান্ডের আকাশে। সিংহহৃদয় রাজা রিচার্ড তাঁর ছোট ভাই জনকে সিংহাসনের দায়িত্ব দিয়ে ক্রুসেডে অংশ নিতে গিয়েছেন সুদূর জেরুজালেমে। রাজা রিচার্ড ক্রুসেড থেকে ফিরে আসেননি, তাঁর কোনো খবরও পাওয়া যায়নি। এদিকে রিচার্ডের অনুপস্থিতিতে জন সিংহাসনের দখল নিয়েছেন। জন ও তার ষড়যন্ত্রী অনুচরদের কুটিল ষড়যন্ত্রের মুখোমুখি হয় রাজা রিচার্ডের অনুগত স্যাক্সন নাইট ‘আইভ্যানহো’। ইংল্যান্ডের বাঘা বাঘা নাইটদের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী যুদ্ধের সম্মুখীন হয় তরুণ ‘আইভ্যানহো’। স্যার ওয়াল্টার স্কটের এই ঐতিহাসিক উপন্যাসে মধ্যযুগীয় ইংল্যান্ডে নরম্যান ও স্যাক্সনদের দ্বন্দ্ব এবং ক্ষমতা লড়াই, ধর্মীয় সংঘাত এবং জাতিগত বিভেদ, নাইটদের জীবন দর্শনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাওয়া যায়। স্যার ওয়াল্টার স্কটের পুঙ্খানুপুঙ্খ বর্ণনায় মধ্যযুগীয় ইংল্যান্ডের চিত্ররূপ অসম্ভব রঙিন হয়ে পাঠকের কাছে উদ্ভাসিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্যার ওয়াল্টার স্কটের এই উপন্যাসটির বাংলা অনুবাদ করেছিলেন। বিভূতিভূষণের এই বাংলা অনুবাদ মূল ভাষা-রীতির অনুগামী।
বিস্তারিত প্রতিক্রিয়া