একাধিক বইতে রবীন্দ্রনাথ তাঁর বিশ্ব ভ্রমণের অভিজ্ঞতা ডায়ারির
আকারে লিপিবদ্ধ করেছিলেন। উল্লেখ্য ‘য়ুরোপ-প্রবাসীর পত্র’, ‘য়ুরোপ-যাত্রীর
ডায়ারি’, ‘জাপান-যাত্রী’, ‘যাত্রী’,
‘রাশিয়ার চিঠি’, ‘পারস্যে’ ও ‘পথের সঞ্চয়’।
১৯২৯ সালে পশ্চিম-যাত্রীর ডায়ারি এবং জাভা-যাত্রীর পত্র একত্রে যাত্রী নামে পুস্তকাকারে প্রকাশিত হয়েছিল।
বিস্তারিত প্রতিক্রিয়া