রবীন্দ্রনাথের ‘কর্ম্মফল’
বড়গল্পটি বাংলা ১৩১০ সালে লেখা। গল্পের মূল চরিত্র নলিনী, সতীশ।
বর্ননা ছাড়া শুধুমাত্র পাত্র-পাত্রীর সংলাপের মধ্য দিয়ে গল্পের অগ্রগতি হয়েছে। নাটকের
মতো গল্পটিকে চরিত্রের প্রবেশ-প্রস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। পরিচ্ছদের বিভাগ বস্তুত
নাট্যদৃশ্যের বিভাগ। এই বড় গল্পটি রবীন্দ্রনাথ ১৯২৬ সালে ‘শোধবোধ’ নাম দিয়ে পূর্ণাঙ্গ
নাটকের রূপ দেন।
বিস্তারিত প্রতিক্রিয়া