সম্পাদক: প্রচেতা ঘোষ ও তাপস ঘোষ
প্রকাশক: জারি বোবাযুদ্ধ
সন্দীপন চট্টোপাধ্যায় মারা যান ২০০৫-এর শেষাশেষি। ২০০৬-এর ‘জারি বোবাযুদ্ধ’ পত্রিকার ক্রোড়পত্র করা হয় সদ্যপ্রয়াত সন্দীপনকে নিয়ে। তাপস ঘোষ ও প্রচেতা ঘোষের সম্পাদকীয়টিও ছিল সন্দীপন নিয়েই। ক্রোড়পত্রে লিখেছিলেন দেবেশ রায়, ধীমান দাশগুপ্ত, সঞ্জয় মুখোপাধ্যায়, হিরণ মিত্র ও বর্তমানে প্রয়াত অদ্রীশ বিশ্বাস। ক্রোড়পত্রে ছাপা হয়েছিল, সন্দীপনের শেষ লেখা। এ ছাড়া ওই সংখ্যায় ছিল, বর্তমানে প্রয়াত অনিরুদ্ধ লাহিড়ীর একটি লেখা। সুবিমল মিশ্র, তাপস ঘোষ, প্রচেতা ঘোষের গল্প বা এ্যান্টি গল্পও ছিল। হিচককের সাইকো ছবির সংকেত, প্রতীক ও অনুষঙ্গ নিয়ে আলোচনা করেছিলেন চন্দ্রহাস রায়।
দারুণ
অনন্য সাধারণ বক্তব্য কে পূর্ণ সমর্থন জানাচ্ছি। চমস্কি ' র সুর টেনে বলাই যায়, প্রাতিষ্ঠানিক ক্ষমতায়নের থেকে নিস্তার এর পথ দেখাচ্ছেন সুবিমল মিশ্র। তাঁর আত্মা - ভিমানকে স্যালুট। ক্ষমতায়নের পাশে তার জেহাদটিও চিরায়ত ও অমোঘ। ক্ষমতায়নের কুট কৌশল এর বিপ্রতীপ - এ সংগঠিত দ্রোহের দ্বন্দ্বে উন্নাসিক প্রতিরোধের প্রত্যয় টিই চির অপরাহত বলেই বিশ্বাস করি। পত্রিকার জোরালো প্রয়াসকে অভিনন্দন।
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.
বিস্তারিত প্রতিক্রিয়া