প্রচেতা ঘোষ ও তাপস ঘোষ
দুজন মানুষ, দুটি চরিত্র। দুজনের মধ্যেই সম্ভবত দুটি চরিত্র ক্রমে ও একই কালে ভর করে থাকে। প্রচেতা ঘোষ(লালা) ও তাপস ঘোষ, এবং ডন কিহোতে ও সাঙ্কো পাঞ্জা। কে যে কখন হাওয়াকল কাটছে ঘোড়ায় চেপে, আর কে যে কখন... কে যে কখন কোন ভূমিকায়? নাকি প্রচেতা-তাপসের আসলে কোনও ভূমিকাই নেই? কলকাতা বইমেলাগুলোতে আপাত বিনম্র চেহারায় গোপন তরবারিসমেত হাজির হওয়া ছাড়া? ওরা কি আসলে ছদ্মবেশে সন্ত্রাসবাদী নয়?