মানুষ নিজে মরে নিজের ভূত হয় না। লক্ষ লক্ষ ভূত পৃথিবীতে আছে। কোন মানুষ মরলে এই লক্ষ লক্ষ ভূতের মধ্যে কোন একজন ভূতগিরির বরাত পায়। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ‘লুল্লু’ একজন ‘ভব্য সভ্য নব্য ভূত’। সদ্য ভূতগিরির চাকরি পেয়েছে, ভূতগিরিতে তার নব অনুরাগ, সে বড়ই দুরন্ত। আমির শেখের বউকে চুরি করে নিয়ে যায় লুল্লু। স্ত্রী-কে খুঁজতে খুঁজতে আমির শেখ বহু মানুষ আর নানান জাতের ভূতের খোঁজ পায় তাদেরই সাহায্যে লুল্লুর কবল থেকে উদ্ধার করে স্ত্রীকে। লুল্লু গা ছমছমে ভূতের গল্প নয়৷ তবে খাঁটি বাঙালি অদ্ভুত ভূতের গল্প ‘লুল্লু’।
বিস্তারিত প্রতিক্রিয়া