ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় (১৮৪৭-১৯১৯)-এর উপন্যাস সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন “এইরূপ অদ্ভুত রূপকথা ভাল করিয়া লেখা বিশেষ ক্ষমতার কাজ।... এতদিন পরে বাঙলায় এমন লেখকের অভ্যুদয়... যাঁহার লেখা আমাদের দেশের বালক বালিকাদের এবং তাঁদের পিতামাতার মনোরঞ্জন করিতে পারিবে।” ব্যঙ্গকৌতুক রসের স্রষ্টা হিসেবে ত্রৈলোক্যনাথের জুড়ি মেলা ভার। ‘ডমরু চরিত’ এবং ‘কঙ্কাবতী’ তাঁর বিখ্যাত উপন্যাস। ভিন্ন ভিন্ন পেশায় থাকার সময়ের কাহিনিও তাঁর লেখায় জুড়ে গেছে। প্রচুর পত্রপত্রিকায় লেখা, বিশ্বকোষ অভিধানের কাজে সহায়তা ইত্যাদি নানান কর্মকাণ্ডের মধ্যে নিয়োজিত ছিলেন দীর্ঘদিন।