‘মিস্ মেরি’ দারোগা দপ্তরে প্রকাশিত হয়েছিল, বাংলা ১৩০৮ সনের বৈশাখ মাসের ১০৯তম সংখ্যায়। কলকাতার এক ইংরাজ মহল্লার বাসিন্দা আশি বছরের বৃদ্ধ জুবেয়ারের অকস্মাৎ মৃত্যুর খবর পেয়ে দারোগা প্রিয়নাথ অনুসন্ধানে গিয়ে জানতে পারেন— বৃদ্ধের শরীরে প্রুসিক অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে। কিন্তু এটি আত্মহত্যা নাকি হত্যা সেটাই ছিল বড় প্রশ্ন।
বিস্তারিত প্রতিক্রিয়া