‘নটীর পূজা’ অবদানশতকের একটি কাহিনি অবলম্বনে রচিত। নটী ‘শ্রীমতী’-র গল্প, যিনি রাজ নিষেধ অমান্য করে রাজা অজাতশত্রুর রাজগৃহে বুদ্ধপূজার ‘অপরাধে’ প্রাণ হারান। এই কাহিনিটি অবলম্বনে ‘কথা ও কাহিনী’র অন্তর্গত পূজারিনী কবিতাটিও রচিত হয়েছিল। ১৯২৬ সালে নাটকটি প্রকাশিত হয়। মূল নাটকটির উপর ভিত্তি করে ১৯৩২ সালে ‘নটীর পূজা’ চলচ্চিত্রটি মুক্তি পায়। পরিচালক ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর।
বিস্তারিত প্রতিক্রিয়া