বলশেভিক বিপ্লবের প্রায় ১৩ বছর পরে রাশিয়া ভ্রমণে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। ফিরে এসে তাঁর অভিজ্ঞতা থেকে নানা পত্রপত্রিকায় লিখেছেন। সেখানকার প্রশাসন, সামাজিক কাঠামো, মানুষের জীবনযাত্রা, উৎপাদন পদ্ধতি ইত্যাদি নিয়ে এক প্রবল আকর্ষণ তাঁর মধ্যে শুরু হয় রাশিয়াকে ঘিরে। পরবর্তীতে বিভিন্ন লেখাতেও সেই ছোঁয়া আছে। ‘রাশিয়ার চিঠি’-তে রবীন্দ্রনাথ শুধু সেই দেশকে দেখেন নি, এদেশের পরিকাঠামোর সাথেও তুলনা করেছেন বিভিন্নভাবে। ব্রিটিশ শাসনের পরিপ্রেক্ষিতে ভারতের দুর্দশা, ব্রিটিশ শাসনের কুফল এই ভ্রমণে তাঁর কাছে আরো বড় করে ধরা দিয়েছিল। এমনকি নিজের জমিদারি আয়ে জীবনধারণ কোন ভালো কাজ নয় বলেও তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। তাহলে কি তখন রবীন্দ্রনাথ প্রবলভাবে মার্ক্সবাদের প্রতিও আকৃষ্ট হয়েছিলেন? উত্তর রয়েছে গ্রন্থের প্রতিটি বাক্যে ও শব্দে।
বিস্তারিত প্রতিক্রিয়া