‘সারদামঙ্গল’ কাব্য বিহারীলালের সঙ্গে তাঁর শিল্পসত্তার আধার সারদাদেবীর বিরহ-মিলনের বিচিত্র অভিজ্ঞতার কাব্যচিত্র। এই অভিজ্ঞতা রোম্যান্টিক কবির সৌন্দর্যানুসন্ধান এবং মিস্টিক কবির চিত্তোদ্বোধনের এক সুললিত মিশ্রন। ১২৭৭ সালে কাব্যটি রচনা আরম্ভ হলেও তা অসমাপ্ত অবস্থায় পড়ে থেকে ১২৮১ সালে ‘আর্যদর্শন’ পত্রে অসমাপ্ত হিসেবেই প্রকাশ পায়। পরবর্তীকালে ১২৮৬ সালে ‘সারদামঙ্গল’ কাব্যের প্রথম সংস্করণ প্রকাশ পায়।
বিস্তারিত প্রতিক্রিয়া