পল্লী-সমাজ ধারাবাহিক আকারে প্রকাশিত হতে শুরু করে ভারতবর্ষ পত্রিকায়। প্রথম তিন সংখ্যায় ৯টি পরিচ্ছেদ প্রকাশিত হয়। এর পর আবার প্রায় এক বছর পর ভারতবর্ষ পত্রিকাতেই এক সংখ্যায় এ উপন্যাসের পরবর্তী ১০টি পরিচ্ছেদ একসঙ্গে প্রকাশিত হয়। ১৯টি পরিচ্ছেদ সম্বলিত পল্লী-সমাজ পুস্তকাকারে প্রকাশিত হয় ১৯১৬ সালে। এই উপন্যাস তৎকালীন পল্লী সমাজেরই বয়ান।
বিস্তারিত প্রতিক্রিয়া