যে বছর সুতীর্থ উপন্যাস লেখা হচ্ছে, সে বছরই প্রকাশ পাচ্ছে বাংলা ১৩৩৫ থেকে ১৩৫০ সাল, এই পনের বছরের মধ্যে লেখা চল্লিশটি কবিতার সংকলন। সাতটি তারার তিমির, জীবনানন্দ দাশের পঞ্চম কবিতা সংকলন। বইটির প্রথম প্রকাশক গুপ্ত রহমান এ্যান্ড গুপ্ত, উৎসর্গ করা হয়েছিল হুমায়ুন কবীরকে। প্রথম সংস্করণের প্রচ্ছদশিল্পীর নামোল্লেখও অবান্তর হবে না। সত্যজিৎ রায়।
বিস্তারিত প্রতিক্রিয়া