‘শুভদা’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরপ্রথম পর্যায়েররচনা। যদিও তাঁর মৃত্যুর পর ১৯৩৮ সালে উপন্যাসটি প্রকাশিত হয়।
হলুদপুর গ্রামের একটি গরিব ঘরের বউ শুভদা। শুভদার স্বামী চুরির দায়ে চাকরি হারানোর পর সংসারে নেমে আসে অর্থকষ্ট। দুই মেয়ে, অসুস্থ ছেলে, বিধবা ননদ, এবং দায়িত্বহীন, মাতাল স্বামীকে নিয়ে সংসারে টিকে থাকার গল্প ‘শুভদা’। তার কোন অভিযোগ নেই কারও প্রতি, এত কিছুর পরও সে ভীষণ স্বামী ভক্ত। ললনার নিরব প্রেমিক পাগল সদানন্দর দয়া, দারিদ্র্যের কাছে হার মেনে তার বড় কন্যা ললনার শরীর বেচতে কলকাতার উদ্দেশ্যে পাড়ি জমানো ও পথিমধ্যে এক জমিদারে পাণিগ্রহণ, শুভদার পুত্র মাধবের মৃত্যুর জন্যে অধীর আগ্রহে অপেক্ষা, এবং তার স্বামীর নিজের ঘরে ডাকাতি... সব মিলিয়ে ম্যালোড্রামায় ভরা শুভদা উপন্যাস।
বিস্তারিত প্রতিক্রিয়া