স্কুল জীবন থেকেই গল্প লিখতেন সোমেন। তখন তাঁর প্রকাশিত লেখা বা নতুন লেখার কথা পরিবারের কেউ জানতেন না। ১৯৩৭ সালে ১৭ বছর বয়সে প্রকাশ পায় সোমেনের প্রথম গল্প ‘শিশু তপন’ সাপ্তাহিক দেশ পত্রিকায়। এর পর আরও উল্লেখযোগ্য কিছু লেখা বিভিন্ন পত্রপত্রিকায় ওই বছরেই প্রকাশিত হয়। এই ১৭ বছরেই বাংলাদেশে বন্যার যে প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ভোগ, তা নিয়ে সম্ভবত বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস ‘বন্যা’ লেখেন সোমেন। তাঁর প্রথম উপন্যাস প্রকাশিত হয় নবশক্তি পত্রিকায়। ১৯৪০ সালে তার "বনস্পতি" গল্পটি "ক্রান্তি" পত্রিকায় ছাপা হয়। ১৯৪১ সালের দাঙ্গাকে কেন্দ্র করে সোমেন গল্প লেখেন দাঙ্গা। তাঁর মৃত্যুর পর তাঁর বিভিন্ন গল্প সংকলন ছাপা হয়। ১৯৭৩ সালে রণেশ দাশগুপ্ত তাঁর গল্পসমূহের একটি সঙ্কলন সম্পাদনা করেন। তাঁর "ইঁদুর" গল্পটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়। কেতাব-ই সংস্করণের দ্বিতীয় খণ্ডে সংকলিত হল-- পথবর্তী, স্বপ্ন, উৎসব, শিশু তপন, মরূদ্যান, ভালো না-লাগার শেষ, সিগারেট, প্রত্যাবর্তন, রাত্রিশেষ, একটি রাত, মরুভূমিতে মুক্তি, রানু ও স্যার বিজয়শংকর এবং এক্স-সোলজার।
বিস্তারিত প্রতিক্রিয়া