দেবযান প্রকাশিত হয় ১৯৪১ সালে। বিভূতিভুষণের এই উপন্যাস তাঁর তৎকালীন মৃত্যু পরবর্তী যাত্রা পথের ভাবনার ওপর আধারিত। গোটা জীবন জুড়ে প্রবল আস্তিক্য নিয়ে বাস করা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেবযান উপন্যাসে অমর্ত্যলোককে খুঁজে পেতে চেয়েছিলেন, সে অমর্ত্যলোক মানুষকে বাদ দিয়ে নয়, তাকে সঙ্গে নিয়েই।
বিস্তারিত প্রতিক্রিয়া