সায়ম স্নিগ্ধ দাসের জন্ম এবং বাসস্থান নৈহাটি। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন করে বর্তমানে সাইকোলজিতে মাস্টার্স করছেন তিনি। গান এবং লেখালেখি তাঁর প্যাশন তাই মূলত লেখক এবং পাশাপাশি মৌলিক গীতিকার এবং সুরকার হিসেবেই তিনি আত্মপ্রকাশের চেষ্টায় রত।